Logo
×

Follow Us

বাংলাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সাথে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষের পর ট্রলির ধাক্কায় ভানু খাতুন (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভানু খাতুন মিরপুর পৌরসভা এলাকার মুন্তা আলীর স্ত্রী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুপুরে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাবটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শ্যালোইঞ্জিন চালিত ট্রলিটি রাস্তার পাশে উল্টে পড়ে। সেখানে দাঁড়ানো
অবস্থায় ভানু খাতুনকে ট্রলি চাপা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫