সেন্টমার্টিনে বিদেশি মদসহ মিয়ানমারের ৫ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪০

ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ২০০ বোতল বিদেশি বিয়ার ও হুইস্কিসহ মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করেছে কোস্ট গার্ডদের সদস্যরা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এঘটনা ঘটে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন মিলনায়তনে গতকাল বিকেলে লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন এক সংবাদ সম্মেলনে জানান, সকাল ৯টার দিকে সেন্টমার্টিন বিসিজি স্টেশনের কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। পরে ধাওয়া করে নৌকাসহ মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে মাদকের বোতল ভর্তি বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। তা খুলে গণনা করে ২০০টি হুইস্কির বোতল ও বিয়ার পাওয়া যায়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত নৌকা, মদের বোতল ও বিয়ারসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছে।