Logo
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬

লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতার

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় সাইদুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় নিজ বাড়ি তাকে গ্রেফতার করে। সাইদুল শহরের মিশনমোড় এলাকার মৃত জরিপ উল্ল্যাহ এর ছেলে।

এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে একদল মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিত মামলা চালিয়ে অফিসের টেবিল চেয়ার ভাংচুর করে ও নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ওই ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিলু বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার আলামত সংগ্রহ করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আসামি সাইদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫