Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোর পৌরসভা নির্বাচন স্থগিত

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩

যশোর পৌরসভা নির্বাচন স্থগিত

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, হাইকোর্টের আদেশে যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই যশোর পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি হচ্ছে না। আলোচনার মাধ্যমে আগামী মাসের শেষ দিকে যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে পুরাতন তফসিলে নির্বাচন হবে।

যশোর সার্কিট হাউজে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় যশোর ও ঝিনাইদহ জেলার পৌরসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি সাধারণ ভোটারদের দেখানো হবে ইভিএম পদ্ধতির কিভাবে ভোট দিতে হয়।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আইডিই এ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, যশোর জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, সদরের নির্বাচন অফিসার আব্দুর রশীদ প্রমুখ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর পৌরনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, নির্বাচনে ৬০ শতাংশের বেশি মানুষ ভোট দিচ্ছে। মিডিয়াতে বলা হয়, কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়, নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেয়। ফলে নির্বাচন সঠিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে।

তিনি আরো বলেন, পৃথিবীর সবস্থানে নির্বাচনে কিছু সহিংস ঘটনা ঘটে। তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এটা বলা যাবে না। প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষের মধ্যে সহনশীলতার অভাব দেখা দেয়। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী সেটা দ্রুত সমাধানও করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫