Logo
×

Follow Us

জেলার খবর

র‍্যাবের সাথে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৯

র‍্যাবের সাথে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৩

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে গোলাগুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জাকির বাহিনীর প্রধান ডাকাত জাকিরসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছে র‍্যাব। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের শালবন পাহাড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ দাবি করেন, ডাকাত জাকিরসহ রােহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের একটি দল শালবন পাহাড়ের একটি স্থানে অবস্থান করার তথ্য আমাদের কাছে আসে। পরে র‍্যাবের একটি দল বিকেল তিনটার দিকে সেখানে অভিযান চালায়। র‍্যাবের  উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গােলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ এবং বিদেশি পিস্তলসহ ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫