Logo
×

Follow Us

বাংলাদেশ

সকালেই ফটিকছড়ির সড়কে ঝরলো ২ প্রাণ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১২:০৭

সকালেই ফটিকছড়ির সড়কে ঝরলো ২ প্রাণ

ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত আরো দুই ব্যক্তি। 

আজ সোমবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট বাজারের উত্তর দিকে কেএমটেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় নোয়াখালীর কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) ও বছর পঁচিশের এক যুবক। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি এখনো। 

আহতরা হলেন মিরেরসরাই মস্তাননগর এলাকার সুব্রত আচার্য্য (৬০) ও ফটিকছড়ির নারায়নহাট এলাকার জোবায়ের (১২)।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরওয়ার আলম বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছি। তাদের একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫