Logo
×

Follow Us

বাংলাদেশ

নরসিংদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৬:২৭

নরসিংদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফারুক মিয়া (৩২) রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

শুক্রবার (২৬ মার্চ) রাতে উপজেলার হাইরমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বড় ভাই আউয়াল মিয়ার সাথে বিরোধ চলে আসছিলো নিহত ফারুক মিয়ার। এরই জের ধরে গতকাল রাতে বড় ভাই আউয়াল মিয়া ঘরের দরজা ভেঙে ফারুক মিয়ার ঘরে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে হামলায় চালায়। এ সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ফারুক মিয়া তার স্ত্রী শামছুন নাহার ও নয় মাসের শিশু মিনহাজ আহত হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফারুক মিয়াকে মৃত ঘোষণা করে।

রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনার পর অভিযুক্ত আউয়াল মিয়া পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়। এছাড়া আহত ফারুক মিয়ার স্ত্রী ও তার ৯ মাসের শিশু ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫