Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১২:৫৩

কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

কক্সবাজার শহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ছুরিকাঘাতে আব্দুর রহিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

গতকাল সোমবার (২৯ মার্চ) কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। 

রহিম কক্সবাজার শহরের চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, শহরের চৌধুরী পাড়ায় পিতার মালিকানাধীন জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রহিমের সাথে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার বিকেলে তার উপর ছোট ভাই মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী মুন্নীসহ আরো কয়েকজন মিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রহিম আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫