Logo
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ২০:২০

সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ প্রতিরোধে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল শনিবার থেকে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দুই সপ্তাহের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচি খালিসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জেলে, মৌয়ালসহ বনজীবীদের লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫