প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১৯:০২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে মোহাম্মদ রাসেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) রাতে উপজেলার পাবুরিয়ারচালা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি পাবুরিয়ারচালা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পরদিন মঙ্গলবার (৬ এপ্রিল) রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ শ্রীপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করলে ওই যুবককে গ্রেফতার দেখানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক গোলাম সারোয়ার বলেন, সম্প্রতি রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, অভিযুক্তকে আদালতে হাজির করা হলে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।