Logo
×

Follow Us

বাংলাদেশ

ভোলায় নদীর মাঝে ফেরিতে আগুন, পুড়লো ১০ ট্রাক

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১১:৪৯

ভোলায় নদীর মাঝে ফেরিতে আগুন, পুড়লো ১০ ট্রাক

ছবি: ভোলা প্রতিনিধি

মেঘনা নদীতে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’য় আগুন লেগে মালবাহী অন্তত ১০টি ট্রাক পুড়ে গেছে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভো‌ররাতে দি‌কে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানিয়েছেন, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

বিআইডব্লিউটিসির ভোলার ম্যানেজার মো. পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫