সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৪:৪৩ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
ওই শিশুর নাম মো. জিসান মিয়া (৪)। সে উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালিপুর গ্রামের সাফায়াত হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি তাদের পূর্ব কালিপুর গ্রামের পাশে জমিতে পরিবারের লোকজনের সাথে আলু তুলতে যায়। আলু তুলে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তার পাশে আসার পর পেছন থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh