
ধরলা নদীতে গোসল করতে নেমে রাকিব হাসান নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ধরলা নদীর উপর নির্মিত শেখ হাসিনা ধরলা সেতুর দেড়শত গজ উত্তরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাকিব হাসান (১৭) লালমনিরহাট সদর উপজেলার শুকান দিঘী গ্রামের ছাইদুল ইসলাম বুধুর ছেলে।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিমন ইসলাম জানান, বিকেল ৫টা পর্যন্ত রাকিবের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত আছে।
শেখ হাসিনা ধরলা সেতু পাড়ের বাসিন্দা জাফর আলী জানান, বৃহস্পতিবার দুপুরে ৫-৬ জন কিশোর একসাথে ধরলা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা উঠে এলেও রাকিব তীরে ফেরেনি। পরে তার বন্ধুরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও রাকিবের সন্ধান পায়নি।