শেরপুরে মায়ের সাথে অভিমানে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ২০:১৮

শেরপুরের নকলা উপজেলায় মায়ের সাথে অভিমানে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’ করেছে। বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারী গ্রামে মিম আক্তার (১২) নামে সপ্তম শ্রেণির ছাত্রী তার মায়ের বকুনি খেয়ে ক্ষোভে আত্মহত্যা করেছে বলে দাবি স্থানীয়দের।
বুধবার রাতে ছোট বোন ময়নার (৯) সাথে পুতুল খেলার একপর্যায়ে মিম রাগে ময়নার পুতুল ভেঙে ফেলে। ছোট বোন ময়নার পুতুল ভেঙে ফেলায় বড় বোন মিমকে তার মা রুনা বেগম বকুনি দিলে রাতে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়ে।
এদিকে বাড়ির সবাই বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে চা বিক্রেতা বাবা রফিকুল ইসলামের দোকানে চলে যাওয়ার পর ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে।
মা রুনা বেগম দোকান থেকে ফিরে এসে মিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মহব্বত ঘটনাস্থল পরিদর্শন করেন।