Logo
×

Follow Us

বাংলাদেশ

সাভারে পোশাক কারখানায় আগুন

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৪:৩৬

সাভারে পোশাক কারখানায় আগুন

সাভারে বহুতল বিশিষ্ট একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১০এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকার সিলবার অ্যাপারেলস নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

খবর পেয়ে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের তিনটি, সাভার ফায়ার সার্ভিসের দুটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সকাল ৮টায় ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে জিরাবো এলাকার ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশপাশের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫