Logo
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৮:০২

লক্ষ্মীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দুইশত গ্রাম গাঁজাসহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লক্ষ্মীপুরের র‌্যাব-১১। 

শনিবার (১০ এপ্রিল) বিকালে প্রেস রিলিজের মাধ্যমে র‌্যাব-১১ এ তথ্য নিশ্চিত করে। এর আগে শুক্রবার রাতে নোয়াখালীর বারাহিনগর এলাকায় নিজ বসতঘর থেকে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সোহাগ হোসেন ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারাহিনগর এলাকায় মাদক ব্যবসায়ী সোহাগের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেয়া তথ্যমতে তল্লাশি চালালে তার শয়ন কক্ষে থাকা খাঁটের নিচ হতে পলিথিন প্যাকেটে থাকা ২০০ (দুইশত গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আরো জানায়, দীর্ঘদিন ধরে সে একই এলাকার হাসানপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের সাথে মাদক ব্যবসা করছে। উদ্ধারকৃত গাঁজা খুচরা বিক্রয়ের জন্য ছিদ্দিকের কাছ থেকে সে ক্রয় করেছে। 

র‌্যাব-১১ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, মাদক ব্যবসায়ী সোহাগকে আটক করা হলেও ছিদ্দিক পলাতক রয়েছে। শনিবার ওই দুই আসামির বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫