Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বাস্থ্যবিধি না মানায় ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১১:২৬

স্বাস্থ্যবিধি না মানায় ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বরিশাল প্রতিনিধি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। 

ধারিবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

এসময় পৃথক দুটি মোবাইল কোর্টে ১৩ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তিন হাজার ২০০ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দিয়েছেন। এদের মধ্যে লাকী দাস ১০ জনকে ও একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা ও মুশফিকুর রহমান তিনজনকে এক হাজার ২০০ টাকা জরিমানা করেন।

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট ও মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের দুই বিচারক। এসময় তাদের সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক দুটি টিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫