Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে করোনায় আরো দুইজনের মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১১:৪৭

যশোরে করোনায় আরো দুইজনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। 

তারা হলেন- যশোর শহরের লোন অফিস পাড়ার হাফিজুর রহমান হাফিজ (৯৬) ও পালবাড়ি এলাকার বাসিন্দা আজগর আলী (৬৫)। 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়। এদের মধ্যে হাফিজুর করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সেখানে তার মৃত্যু হয়। অপরজন আজগর আলী নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওইদিন সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৩ এপ্রিল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৯ জন। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর ঢাকায় ছয়জন, খুলনায় চারজন ও সাতক্ষীরার হাসপাতালে মারা যায় একজন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫