Logo
×

Follow Us

জেলার খবর

দুই ডোজ নিয়েও আক্রান্ত এমপি বাদশা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ২২:৫৩

দুই ডোজ নিয়েও আক্রান্ত এমপি বাদশা

ভ্যাকসিনের দুই ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

বুধবার (১৪ এপ্রিল) তিনি নমুনা পরীক্ষায় ফল পেয়েছেন। এরপর থেকেই তিনি রাজশাহী নগরীর নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন বাদশা। এরপর গত ৮ এপ্রিল ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি।

করোনা শনাক্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফজলে হোসেন বাদশা নিজেই। তিনি জানিয়েছেন, গত ১২ এপ্রিল থেকে তীব্র জ্বরে ভুগছেন। এরপর ১৩ এপ্রিল করোনা পরীক্ষায় নমুনা দেন। ১৪ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বলেন, এখন তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে প্রয়োজনে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫