Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ২০:৫৭

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইয়াছিন আলীর ছেলে।

পুলিশ জানান, আসাদুজ্জামান মোটরসাইকেলে জীবননগর থেকে ঝিনাইদহে যাচ্ছিলেন।  কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর পৌঁছলে ট্রাক্টরের সাথে সংঘর্ষে নিহত হন। দুর্ঘটনায় তার বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ট্রাক্টর জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫