Logo
×

Follow Us

বাংলাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা, নিহত ৩

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৮:১৬

দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা, নিহত ৩

টাঙ্গাই‌লের কালিহাতী‌তে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অন্তত দুইজন।

শুক্রবার (১৬ এ‌প্রিল) বিকে‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি টিনবোঝাই ট্রাক চর বাবলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিতহদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে তারা শ্রমিক ছিলেন। এ ঘটনায় এক‌টি ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে। আ‌রেক‌টি ট্রা‌কের খোঁজ পাওয়া যায়‌নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫