Logo
×

Follow Us

বাংলাদেশ

আকস্মিক বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১৭:৪৮

আকস্মিক বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসের শেষের দিকে হবিগঞ্জ জেলায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। এজন্য জেলার কৃষকদের দ্রুত ফসল কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন। 

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান আজমিরীগঞ্জ উপজেলায় ফসলের মাঠ পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এ পরামর্শ দেন। 

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আগামি তিনদিনের মধ্যেই হবিগঞ্জে বড় ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আকস্মিক বন্যারও শঙ্কা রয়েছে। এজন্য জেলার নয়টি উপজেলার কৃষকদের ৮০ শতাংশ পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেয়া হচ্ছে। 

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান বলেন,  জেলায় ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ১৪ হাজার মেট্রিক টন। ৮ এপ্রিল থেকে এখানে ধান কাটা শুরু হলেও কি পরিমাণ কাটা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে বন্যার আভাস থাকায় দ্রুত ধান কাটার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদেরকে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫