Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদ্যালয়ের মাঠে মিলল নবজাতকের লাশ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৯:২২

বিদ্যালয়ের মাঠে মিলল নবজাতকের লাশ

ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জানান, স্কুলের মাঠে স্থানীয়রা নবজাতকের লাশটি দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে থানা পুলিশকে অবগত করে। এরপরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। কিন্তু কে বা কারা এ শিশুর লাশ রেখে গেছে তা জানা যায়নি। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ৯৯৯ এ ফোন দিয়ে স্থানীয় একজন জানান বিদ্যালয়ের মাঠে একটি নবজাতকের লাশ দেখা যাচ্ছে। সাথে সাথে পুলিশ গিয়ে কাগজের বক্সে লাল কাপড়ে মোড়ানো শিশুর লাশটি উদ্ধার করে থানায় আনে। 

এ জঘন্য কাজ কে বা করা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫