Logo
×

Follow Us

বাংলাদেশ

তাহিরপুরে গৃহবধূকে হত্যা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৪:১২

তাহিরপুরে গৃহবধূকে হত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা হত্যা করেছে এর সঠিক কারণ জানা যায়নি। নিহত গৃহবধূর নাম আজমিনা বেগম (২৪)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন জামবাগ গ্রামের শাহানুর মিয়ার স্ত্রী। 

বুধবার (২১ এপ্রিল) ভোর রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন জামবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়ন জামবাগ গ্রামের গৃহবধূ আজমিনা বেগম রাতে খাবার খেয়ে ছেলে-মেয়ে ও ছোট ননদকে নিয়ে ঘুমাতে যায়। পরে রাত ২টার পর ছেলে মাকে না পেয়ে চিৎকার দিলে বাড়ির সবাই আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করার একপর্যায়ে সকাল ৭টার দিকে বাড়ির পাশে গাছের ডালপালা পাতা দিয়ে ডাকা অবস্থায় মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 

স্থানীয় এলাকাবাসী জানান, নিহতের গলায় ও মাথার আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫