Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁদপুরে ইয়াবাসহ মাদককারবারি আটক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৯:৪৪

চাঁদপুরে ইয়াবাসহ মাদককারবারি আটক

ইয়াবাসহ আটক সোহেল হোসেন। ছবি: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ইয়াবাসহ মাে. সােহেল হােসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) সকালে জেলার হাজিগঞ্জ উপজেলার পশ্চিম মকিমাবাদ গাইন বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের টিম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, সােহেল হােসেনের ঘর তল্লাশি করে ২৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তবে অপর আসামি রেইডিং টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে আরাে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যােগসাজশে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। 

এ বিষয়ে সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে হাজিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরােধী এ ধরনের অভিযান চলবে বলেও জানা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫