Logo
×

Follow Us

বাংলাদেশ

মোংলায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ২২:৫২

মোংলায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক

বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে শৈবালিনি রায় (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল তিনটায় মোংলা উপজেলার শেলাবুনিয়া বটতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় ছেলে সুব্রত রায় (৪২) ও তার স্ত্রী সুচিত্রা বিশ্বাসকে (২৮) আটক করেছে মোংলা থানা পুলিশ।

নিহত শৈবালিনি রায় মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের খিতিশ চন্দ্র রায়ের স্ত্রী। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে সুব্রত রায় ও পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫