Logo
×

Follow Us

বাংলাদেশ

নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে নানির মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১, ১৬:৩৭

নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে নানির মৃত্যু

চাঁদপুর খালের পানিতে ডুবে যাওয়া নাতিকে বাঁচাতে গিয়ে নানি ও নাতি দুই জনেরই মৃত্যু হয়েছে। 

শনিবার (১ মে) সকাল ১০ টায় এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর গ্রামে।

স্থানীয়রা খালের পানি থেকে নানি মমতাজ বেগম ও নাতি সাইফিনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. নুর হোসেন বান্না দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে শিলারচর গ্রামের প্রধানিয়া বাড়ির জাহিদ হোসেন ও নাজমা খাতুনের ছেলে সাইফিন হোসেন শিশুদের সাথে বাড়ির পাশের খাল পাড়ে খেলা করছিল। সকাল ১০ টার দিকে সাইফিন খালের পানিতে পড়ে যায়। সাথে সাথে তার সহপাঠী অন্যান্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে সাইফিনের নানি মমতাজ বেগম নাতিকে বাঁচাতে খালের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তিনিও সাঁতরে উপরে উঠতে পারেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫