Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১, ১৬:৫৭

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

অস্ত্রসহ আটক সাদ্দাম। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়।

শনিবার (১ মে ) ভোরে জেলা ডিবি পুলিশ, সদর থানা ও শহর পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে শহরের লাইট হাউজ সিকদারপাড়া মাটিয়াতলীস্থ শ্বশুরবাড়ি থেকে সাদ্দামকে আটক হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলি এ খবর জানিয়েছেন।

তিনি জানান, সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০টি নিয়মিত মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিবির ওসি।

জানা যায়, দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার বাজার ও সমিতি বাজার এলাকায় মাটিয়ারতলীতে সাদ্দাম বাহিনীর রাজত্ব ছিলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫