Logo
×

Follow Us

বাংলাদেশ

সিরাজগঞ্জে অস্ত্রসহ আটক ৪

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১, ১৮:০১

সিরাজগঞ্জে অস্ত্রসহ আটক ৪

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটককৃতরা। সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার সাইদুল ইসলামের  ছেলে নয়ন, নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম, আবদুল মালেকের ছেলে সুমন ও শাহজাদপুর উপজেলার নুরনবী মন্ডলের ছেলে আরিফুল ইসলাম।

এ সময়ে তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল, ২টি ধারালো ছুরি, ৪টি মোবাইল ফোন, ২টি পাটের ছালা ও একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত কররে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নান্দিনামধু এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫