Logo
×

Follow Us

বাংলাদেশ

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১, ১৮:৫৮

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত রিয়াজ হোসেন। ছবি: সাভার প্রতিনিধি

সাভারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিমের নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত রিয়াজ হোসেন একই এলাকার মোনতাজ উদ্দিনের ছেলে। তিনি বাবা-মায়ের সাথে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল থেকে ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিম নামের এক ব্যক্তির একতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রিয়াজ। গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাড়িওয়ালাসহ কাজের ঠিকাদার পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫