Logo
×

Follow Us

বাংলাদেশ

সাভারে ৮ ছিনতাইকারী আটক

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২১, ১৮:০৪

সাভারে ৮ ছিনতাইকারী আটক

আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা। ছবি: সাভার প্রতিনিধি

সাভারে ছিনতাই চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি কাচি, একটি প্লাস, দুটি চাকু, দুটি স্ক্রু ড্রাইভার, ছিনতাইকৃত চারটি মানিব্যাগ ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়।

রবিবার (২ মে) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪। আটকেরা হলেন- নরসিংদী জেলার আবুল হাসেম (২৮), নাটোর চেলার রাজা মিয়া (৪০), নাটোর জেলার বকুল শাহ (৩৫), গোপালগঞ্জ জেলার কাবুল শেখ (২৫), মানিকগঞ্জ জেলার জয়নাল আবেদীন (৪০), ঢাকা জেলার মো. তারেক, টাঙ্গাইল জেলার বাবুল খলিফা (৩৪) ও একই জেলার মো. তৈয়ব (৫৬)। 

র‌্যাব জানায়, শনিবার (১ মে) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েক ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

র‌্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটককৃতরা ৮-১০ জনের একটা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিল। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫