Logo
×

Follow Us

বাংলাদেশ

চুরির অভিযোগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২১, ২১:৩৪

চুরির অভিযোগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন

চুরির অভিযোগে নির্যাতনের শিকার নারী। ছবি: বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযোগে মধ্য বয়সী এক নারীকে হাত-পা বেধে নির্যাতন করেছেন জাহিদ নামের এক ব্যবসায়ী।

রবিবার (২ মে) দুপুরে ফকিরহাট উপজেলা সদরের ফকিরহাট বাজারে এই মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন মার্কেটে একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে বেঁধে মারধর করা হয়। এসময় ওই নারী বারবার পা ধরে বলছিলেন আমি চুরি করিনি, আমি কাপড় কিনতে এসেছি। এমন আকুতি-মিনতিতে মন গলেনি দোকান মালিক জাহিদের।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, চুরির অভিযোগে এক নারীকে বেঁধে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ওই নারীকে উদ্ধার করেছি।ওই নারী এখন পুলিশের হেফাজতে রয়েছে। নারীর অভিভাবকরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫