Logo
×

Follow Us

বাংলাদেশ

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ১৫:০০

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইমাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। ইমাম হোসেন একই এলাকার আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজয়নগর এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ইমাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেয়া তথ্যমতে তল্লাশী চালালে তার বসতঘর থেকে একটি দেশীয় কাটা রাইফেল, দুইটি ১২ বোর কার্তুজ, একটি স্টিলের কিরিচ, একটি চাপাতি, একটি হাসুয়া, দুইটি দা ও রামদা তৈরির উপকরণসহ একটি লোহার পাত উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, অস্ত্রধারী সন্ত্রাসী ইমাম হোসেনের বিরুদ্ধে নোয়াখালী বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫