Logo
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ২১:২৬

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বজ্রপাতে মাে. আব্দুল বারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাে. আব্দুল বারী উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। 

মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার দেখার হাওরে ঘটনাটি ঘটে।

নিহতের বড় ভাই মাে. হোছেন আলী ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার (৪ মে) সকাল ৮টার সময় দেখার হাওরে গরু চড়াতে যায়। সকাল অনুমান ১০টার সময় বড় ঝড় ও বৃষ্টি আসলে মাে. আব্দুল বারী হাওরে অবস্থান করাকালীন সময়ে প্রচণ্ড বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য লিখিতভাবে আবেদন করায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলােচনাক্রমে নিহতের বড়ভাই মাে. হোছেন আলীর কাছে মৃত মাে. আব্দুল বারীর (৫০) লাশ হস্তান্তর করা হয়েছে। দোয়ারাবাজার থানার অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫