Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২১, ১৩:২৪

চট্টগ্রামে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় আম গাছ থেকে পড়ে নেছার আলী বাবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ মে) রাত ১২টায় সদরঘাটের শাহাজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার আলী বাবর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকার মৃত মোজহারুল হকের ছেলে। 

আম পাড়ার জন্য গাছে উঠলে সেখান থেকে পড়ে যান। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সাম্প্রতিক দেশকালকে বলেন, রাত সাড়ে ১২টার সময় গাছ থেকে পড়া নেছার আলী বাবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫