Logo
×

Follow Us

বাংলাদেশ

গফরগাঁওয়ে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২১, ১৫:৪১

গফরগাঁওয়ে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী ওয়াদুদকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) বিকেলে উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের নামা লংগাইর গ্রাম থেকে গাঁজা বিক্রির সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

গাঁজা ব‍্যবসায়ী ওয়াদুদ একই গ্রামের ছায়েদ আলীর ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অন্য জায়গা থেকে পরিবহনে গাঁজা ছাড়াও বিভিন্ন মাদকের বড় চালান এনে উপজেলাসহ আশপাশের এলাকায় পাইকারী দরে বিক্রয়ের অভিযোগ রয়েছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৫ মে) বিকেলে নামা লংগাই এলাকায় গাঁজা বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ী ওয়াদুদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ওয়াদুদকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতের প্রেরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫