Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় ইয়াবাসহ ২ যুবক আটক

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২১, ১৭:৫৯

পাবনায় ইয়াবাসহ ২ যুবক আটক

ইয়াবাসহ আটক দুই যুবক। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা জেলার ঈশ্বরদীথানাধীন রুপপুর এলাকা থেকে ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঈশ্বরদীর রূপপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত দুই যুবক হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খারিজাথাক গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে ইয়ারুল ইসলাম (২৩) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার চর বেয়ার পাড়া গ্রামের মো. দীন ইসলাম মোল্লার ছেলে মো. তরিকুল ইসলাম (২১)। 

এ বিষয়ে পাবনা রাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা দীন রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। 

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে নিজ নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫