Logo
×

Follow Us

বাংলাদেশ

পাটুরিয়ায় জরুরিসেবার ফেরিতে পার হচ্ছে যাত্রী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২১, ১০:৪১

পাটুরিয়ায় জরুরিসেবার ফেরিতে পার হচ্ছে যাত্রী

অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক যাত্রী ও ছোট গাড়িও পার হচ্ছে। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও রোগীবহনকারী অ্যাম্বুলেন্স পার করার জন্য কয়েকটি ফেরি সচল রয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স পার হওয়ার পাশাপাশি কিছু সংখ্যক যাত্রী ও ছোট গাড়িও পার হচ্ছে।

আজ রবিবার (৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বনলতা নামের ছোট কে-টাইপ ফেরি যাত্রী, প্রাইভেটকার ও মালবাহী লরি নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।  

তবে আজ সরেজমিনে পাটুরিয়া ঘাটে যাত্রী বা গাড়ির কোনো চাপ দেখা যায়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর বলেন, পাটুরিয়া ঘাটের আইনশৃঙ্খলা রক্ষার জন্যে ৪০ পুলিশ সদস্য মোতায়েন  রয়েছেন। ফেরি চলাচল বন্ধ থাকলেও মরদেহ ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। সেইসাথে কিছু সংখ্যক যাত্রী ও ছোট-গাড়িও পার হচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন বলেন, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ। তবে মাঝে মাঝে মানবিক কারণে ছোট একটি দুটি ফেরি চলাচল করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫