Logo
×

Follow Us

বাংলাদেশ

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২১, ১৬:১৮

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় হামিম গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি এস আলম, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সহ ৫জন ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। 

সোমবার ( ১০ মে) সকালে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

 শ্রমিকরা জানান, প্রতিদিনের মত সোমবার সকালে কর্মস্থলে এসে যোগদান করে। পরে মালিক পক্ষ থেকে শ্রমিকদের ৩দিনের ছুটি ঘোষণা করতেই তারা উত্তেজিত হয়ে গার্মেন্টস থেকে বের হয়ে ১০ দিনের ছুটির দাবীতে বিক্ষোভ করতে থাকে। ১২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। 

এ সময় পুলিশ গুলি ছুড়লে এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হয়। 

পোশাক শ্রমিক মো. দেলোয়ার হোসেন বলেন, ঈদের ছুটি সহ মোট দশ দিনের ছুটি দাবি করা হয়েছিল। এরপর থেকেই কারখানা কর্তৃপক্ষ আমাদের উপর নির্যাতন শুরু করেন। কিছুক্ষণ পর পুলিশ এসে আমাদের ওপর গুলি করে। ঈদে দেশের বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের সাথে বছরে একবার ঈদ করব এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে কিছুই নেই।

বেলা ১১টায় শ্রমিকরা শুরু হওয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

এ বিষয়ে টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার মো. ইলতুৎ মিশ জানায়, ঘটনার সাথে সাথে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক ঘন্টার মধ্যেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫