Logo
×

Follow Us

বাংলাদেশ

কিশোরগঞ্জে আপত্তিকর অবস্থায় ৮ নারী-পুরুষ আটক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ১৩:৪৮

কিশোরগঞ্জে আপত্তিকর অবস্থায় ৮ নারী-পুরুষ আটক

কিশোরগঞ্জে করোনা মহামারিতে আবাসিক হোটেলে অবৈধ কার্যক্রম বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ মে) কিশোরগঞ্জে আবাসিক হোটেল নিরিবিলি থেকে আপত্তিকর অবস্থায় আটজন নারী পুরুষকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন- নান্দাইল উপজেলার পালাহার গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আনসার আহাম্মেদ (২০)। পাঁচ দরিল্লাহ গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তুন্নী আক্তার (১৯)।

পাকুন্দিয়া উপজেলার বিলগাও গ্রামের মৃত মুক্তার উদ্দীনের ছেলে মো. মামুন (৩৬)। কটিয়াদি উপজেলার বৈতর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে মেহেরুনন্নেছা সুমী (২৫)।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বারলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (৩০)। নান্দাইল উপজেলার কান্দিপুর গ্রামের নূর ইসলামের মেয়ে শাহনাজ (২৩)।

পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত জামানের ছেলে মো. আরিফুজ্জামান (৩৫)। বাড়িয়াল গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে শারমীন (২০)।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবাসিক হোটেল নিরিবিলিতে অবিবাহিত নারী-পুরুষ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। পরে ইনন্সেপক্টার জয়নাল, এস আই শ্যামল দত্ত ও এস আই রোকন উদ্দীনকে ফোর্সসহ সেখানে পাঠালে তারা আট তরুণ তরুণীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটককৃতদের প্রত্যেককেই কোর্টে চালান করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫