Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা রোগী পালিয়ে যাওয়ায় তিনজনকে অব্যাহতি

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২১, ১৫:২৮

করোনা রোগী পালিয়ে যাওয়ায় তিনজনকে অব্যাহতি

যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়ার পরও  করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত দুই নার্স ও এক নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। একই সাথে তাদেরকে শোকজ করা এবং রহস্য উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। 

জানা গেছে,  ঈদের আগের দিন (১৩ মে) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট (রেড জোন) থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত বাংলাদেশি নাগরিক ইউনুস আলী গাজীর (৪০) এখনো খোঁজ মেলেনি। ওই দিন করোনা ইউনিটে (রেড জোন)  রোগী সেবার কাজে নিয়োজিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স বিজলী বালা রপ্তান ও শিউলী সরকার। গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন মুজিবর রহমান। 

ওই দিন বিকেল ৫টা ৫ মিনিটে ভারত ফেরত করোনা পজিটিভ ইউনুসকে ভর্তি করে হাসপাতালের রেডজোনে পাঠানো হয়। ইউনুস চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। চিকিৎসা না নিয়েই কৌশলে পালিয়ে যান তিনি। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে। এরপর পুলিশ তাকে ধরতে অভিযান চালালেও সন্ধান করতে পারেনি।  

এ ঘটনায় সোমবার ( ১৭ মে) দুই নার্স ও নিরাপত্তারক্ষীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রহস্য উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রহিম মোড়লকে প্রধান করে গঠিত কমিটিতে সদস্য সচিব রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ। এছাড়াও ডেপুটি সিভিল সার্জন সাইনূর সামাদ ও উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম সদস্য হিসেবে তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রি শেখর সরকার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৮, ২০, ২৩ ও ২৪ এপ্রিল হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট দশজন করোনা পজিটিভ রোগী পালিয়ে যান। ২৬ এপ্রিল রাতে সকল রোগীকে আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ। ওই ঘটনায়ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষ করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনটি পর্যালোচনা করে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫