Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে অস্ত্রসহ ২ যুবক আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২১, ২০:৩০

বাগেরহাটে অস্ত্রসহ ২ যুবক আটক

বাগেরহাটের রামপালে অস্ত্র ও গোলাবারুদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃতদের কাছ থেকে দুইটি পাইপগান, ৩টি রাউন্ড বন্ধুকের গুলি, দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ মে) বিকেলে র‌্যাব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১৮ মে) গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার কৈগরদাসকাঠি গ্রামের মৃত মালেক শেখের ছেলে মো. মিকাইল শেখ (২৬) এবং একই গ্রামের মো. হায়দার শেখের ছেলে মো. বিল্লাল শেখ (২৭)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫