
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ভাবনীকোনা হাওরে এক ব্যক্তির গলাকাটা লাশ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে এলাকাবাসী হাওরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মৃত ব্যক্তির কোন পরিচয় এখনো জানা যায়নি তবে আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ হবে। লাশটির ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।