Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধান শিক্ষকের উপর হামলা, দফতরি গ্রেফতার

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২১, ২০:৪১

প্রধান শিক্ষকের উপর হামলা, দফতরি গ্রেফতার

দফতরি রাকিব খান।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বারইহাটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানমের উপর হামলা ঘটনায় দফতরি রাকিব খানকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।

শুক্রবার (২৮মে ) সকালে দিকে বারইহাটি বটতলা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা যায়, মহামারি করোনার কারণে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অ্যাসাইমেন্ট দিচ্ছেন ও সংগ্রহ করছেন। বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকেই এ কাজে ব্যস্ত ছিলেন প্রধান শিক্ষক নিলুফা খানমসহ অন্য শিক্ষকরা। দুপুরের পর শিক্ষকদের কাছে থাকা ‘ওয়ার্ক শিট’ শেষ হয়ে যায়।

পরে প্রধান শিক্ষক নিলুফা খানম স্কুলের দফতরি রকিব খানকে ফোন করে ওয়ার্ক শিট নিয়ে যেতে বললে দফতরি তা শোনেননি। পরে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে ওয়ার্ক শিট সংগ্রহ করেন।

ওই সময় বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক নিলুফা খানম দফতরি রাকিবকে বিদ্যালয় পরিষ্কার করতে বলেন। এতে দফতরি রাকিব ক্ষিপ্ত হয়ে খুন্তি দিয়ে প্রধান শিক্ষক নিলুফা খানমের উপর হামলা চালান। এতে নিলুফা খানম মাথার আঘাত পেয়ে আহত হন। পরে বিকেলে উপজেলা শিক্ষা অফিসারের পরামর্শে প্রধান শিক্ষক দফতরির বিরুদ্ধে পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।

পাগলা থানার ওসি ম‍োহাম্মদ রাশেদুজ্জামান বলেন, স্কুলের দফতরি রাকিব খানকে গ্রেফতার করে শুক্রবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫