Logo
×

Follow Us

বাংলাদেশ

নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২১, ১৫:৪২

নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার তাঁরা মিয়া। ছবি: নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় সিগারেট জ্বালানোর কথা বলে ঘরে ঢুকে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাঁরা মিয়া (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৯ মে ) সকালে উপজেলার গাজরিয়া ইউনিয়নের তালতলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

অভিযুক্ত তাঁরা মিয়া গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী। 

বিষয়টি নিশ্চিত করেন, পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন। তিনি জানান, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাঁরা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মে ) সকালে অভিযুক্ত তাঁরা মিয়া সিগারেট জ্বালানোর কথা বলে একটি বসত ঘরে ঢুকে সাত বছরের এক শিশু কন্যাকে একা পেয়ে সেখানে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫