Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা ২ মরদেহ উদ্ধার

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২১, ১৫:০৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা ২ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ জুন) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে কোন একটি ট্রেনে কাটা পড়ে জেলা শহরের কলেজ গেইট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যায়। একইভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। 

তিনি আরো জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দুইজনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫