Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২১, ২০:২৫

চট্টগ্রামে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালীর ব্রিজঘাট মেরিনার্স রোড থেকে দেড় হাজার ইয়াবাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৬ জুন) রাতে তাদের আটক করা হয়। রবিবার (৬ জুন) বিকেলে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- মো. মনছুর আলম (২৬), মো. মামুন (২৮) ও মো. আনোয়ার হোসেন (৩৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন সাম্প্রতিক দেশকালকে বলেন, ব্রিজঘাট এলাকার এসআলম দিপোর সামনে থেকে গত শনিবার রাত ১২টার দিকে ইয়াবাসহ হাতেনাতে দুই বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের তথ্যে হালিশহর থেকে মাদক মামলার আসামি আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫