Logo
×

Follow Us

জেলার খবর

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২১, ২২:০০

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড়ে পুকুরে  ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার ফেনীর কুল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের হলেন- জোনায়েদ হোসেন (৪) ও মিহিরা বিনতে মিপত্তা (৫)। তারা চাচাত ভাই-বোন। 

পুলিশ জানায়, সন্ধ্যার পর দুই শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে তাদের মৃত্যু। মৃত জোনায়েদ হোসেন প্রবাসী আবু তাহের ছেলে এবং মিহিরা বিনতে মিপত্তা স্থানীয় ওষুধ ব্যবসায়ী আবু তাহেরের মেয়ে।

রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র কর ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫