Logo
×

Follow Us

বাংলাদেশ

সংকেত না মেনে এএসআইকে পিষে দিলো মাইক্রোবাস

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ১২:৫৩

সংকেত না মেনে এএসআইকে পিষে দিলো মাইক্রোবাস

কাজী মো. সালাউদ্দিন

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে মাইক্রোবাসের চাপায় কাজী মো. সালাউদ্দিন নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। 

শুক্রবার (১১ জুন) ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মাসুম নামের এক কনস্টেবলও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া। তিনি বলেন, চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মাইক্রোবাসটি না থেমে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন নিহত হয়েছেন। 

আহত কনস্টেবল মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫