Logo
×

Follow Us

বাংলাদেশ

কিস্তির চাপে দর্জির ‘আত্মহত্যা’

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২১, ২০:৪৬

কিস্তির চাপে দর্জির ‘আত্মহত্যা’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

চট্টগ্রামের রাউজানে বিভিন্ন এনজিও সংস্থা থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ সহ্য করতে না পেরে সঞ্জিত বড়ুয়া (৫০) নামে এক দর্জি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নতুনহাট ফতেনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সঞ্জিত বড়ুয়া ওই এলাকার মৃত হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে। তিনি একটি দর্জির দোকান চালাতেন।

মৃতের ভাতিজা শুভ বলেন, তিনি এনজিও গ্রামীণ ব্যাংক, প্রত্যাশা ব্যাংকসহ আরও অনেক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। এই টাকা দিয়েই তিনি টেইলার্সের দোকান দেন। প্রথম দিকে ব্যবসা ভালোই চলছিল। তবে এক বছর ধরে করোনার লকডাউনে ব্যবসায় মন্দা যায়। এ কারণে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। আজ সবার অজান্তে  বাড়িতে তিনি বিষ খেয়ে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, গ্রামীণ ব্যাংকসহ কিছু ব্যাংকের ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে তিনি বিষপান করেছেন বলে জানিয়েছে হাসপাতালে আসা স্বজনেরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫